মানবিক কারণ ও বয়স বিবেচনায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে খুলনার ১০০ আইনজীবী এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতার অ্যাডভোকেটদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লস্কা শাহ আলম ও মোল্লা বজলুর রহমান, ল’ইয়ার্স কাউন্সিল খুলনার সভাপতি শেখ আনছার উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন হেলাল, আবুল খায়ের, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, সরদার ফিরোজ কবির, সরদার আব্দুল জলিল, শেখ মনিরুদ্দিন, রুহুল আমীন সিদ্দিকী, ল’ইয়ার্স কাউন্সিল খুলনার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আওছাফুর রহমান, মনিরুল ইসলাম পান্না, আবু ইউসুফ মোল্লা, অর্থ সম্পাদক মহিতুর রহমান কচি, সহ-অর্থ সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক মহিববুর রহমান, হাসিবুর রহমান, মোহাম্মদ হাসান, আলমগীর হোসেন, শামীমুল ইসলাম, খান লেয়াকত আলী, মোসা: সাখিয়া খানম, খুর্শিদা খানম খুশি, হোসাইন কবির, মুজাহিদুল ইসলাম, লিয়াকত আলী সরদার, মুন্সি হুমায়ুন কবীর, রেজাউল করিম, জাকিরুল ইসলাম, শাহ মো: সুজায়েত হোসেন সুজা, শেখ আব্দুল লতিফ, শেখ আব্দুল জলিল, খান আওছাফুর রহমান লিটন, হানিফ উদ্দিন, আব্দুল মান্নান, স ম আজহারুল ইসলাম, এসএম কামাল, শাহবাজ হোসেন, ইয়াসমিন আরা, কামরুজ্জাহান বেবী, আয়তোন নেছা (ইতি), মোসা: নাজমা বেগম, নিগার সুলতানা (জানি), কামরুননাহার (সুমনা), মুনমুন, শাকিরা খাতুন, নাজমুন, হোসিনা খানম, মমতাহিনা খানম, রানিমা খাতুন, জাহানারা হ্যাপী, রত্না বেগম, মোসা: মরিয়ম, মোসা: রাখি বেগম, মোসা: সেতারা বেগম, খাদিজা খাতুন, লাকী বেগম, পারভীন বেগম, রাণী বেগম, মাসুমা বেগম, আর্নিকা খাতুন, তানিয়া বেগম, হীরা বেগম, হোসনে আরা বেগম, মো: কায়ছার ঠাকুর, এমকেএ খালিকুল্লাহ, হুমায়ুন কবীর, এবিএম বদরুদ্দোজা, শেখ মকসুদ আলী, হায়দার আলী মোড়ল, জিএম শামছুজ্জামান, মাসুদুর রহমান, এটিএম রুহুল কুদ্দুস, মইনুল হক। বিজ্ঞপ্তি।
Discussion about this post