লন্ডনে ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছ থেকে শানুর আহমেদ দাইয়ান (১৬) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দাইয়ানের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে। শরীফ আহমেদ এবং ফাতেমা আক্তার দম্পতির বড় ছেলে দাইয়ান। সহপাঠীদের সঙ্গে দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
বিষয়টি নিশ্চিত করে দাইয়ানের দাদা গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি শফিক উদ্দিন আহমেদ বলেন, কিছুদিন আগে দাইয়ানের শিক্ষাপ্রতিষ্ঠানে দুপক্ষের মারামারি হয়। এতে দাইয়ানসহ কয়েকজন আহত হয়। সোমবার রাতে প্রতিপক্ষের আহতদের দেখতে হাসপাতালে যায় দাইয়ান। হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে লন্ডন শহরের ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ। এখন পর্যন্ত দাইয়ানের মরদেহ হস্তান্তর করা হয়নি।
JAGO NEWS
Discussion about this post