‘আমি মারা গেলে আমার কবরে ফুল দিও না, পারলে একটু কোরআন তিলাওয়াত করিও।’ গত বুধবার দিবাগত রাত একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যু–পরবর্তী ইচ্ছার কথা এভাবেই প্রকাশ করেছিলেন মো. মিজান আহমদ (২২)।
এমন স্ট্যাটাস দেওয়ার এক দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মিজানের। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপার পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের ফয়জুল হকের ছেলে মিজান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জকিগঞ্জ থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিজান। কানাইঘাটের কাঁঠালুপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
Discussion about this post