কুষ্টিয়া কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়নের জুঙ্গলী গ্রামের লিয়াকত হোসেনের ছেলে পাভেল(২৫) নামের এক যুবকের প্রেমের টানে সিঙ্গাপুরের তরুণী বাংলাদেশে। পাভেল ২০১৪ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে সিঙ্গাপুরে যায়। সেখান থেকেই পরিচয় হয় সিঙ্গাপুরের ওই তরুনীর সাথে। দীর্ঘ পাঁচ বছর পর পাভেল গত ৪ মাস আগে বাংলাদেশে চলে আসলে গত ০৯/০১/২০২০ ইং তারিখে ওই তরুণীও চলে আসে বাংলাদেশে পাভেলের ভালোবাসার টানে।
পাভেল জানান ২০১৬ সালে সিঙ্গাপুরের আল জুনায়েদ শহরে কর্মসূত্রে পরিচয় হয় ফাতেমা নামে ওই মুসলিম তরুনীর সাথে। দীর্ঘ তিন বছর পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় দুই জন। পরে পাভেল দেশে চলে আসলে ফাতেমাও তার সন্ধানে ছুটে চলে আসেন বাংলাদেশে। পরে পাভেলের পরিবার তাদের ভালোভাসাকে মেনে নিয়ে গত ২০/০১/২০২০ ইং তারিখে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। এই নজিরবিহীন ঘটনা দেখতে এলাকার অনেকেই ভীড় জমাচ্ছে পাভেলের বাসায়।
Discussion about this post