বাবা ফ্রান্সিস কিলিং এবং ছেলে নাথানিয়েল কিলিং। বাবর বয়স ৭৩ বছর আর ছেলের ৩৮। ১০ বছর ধরে বাবা-ছেলে মিলে দুই তরুণীকে ধর্ষণ করেছেন। অবশেষে ২১৬টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের।
দ্যা ইনসেন্সের কখরে বলা হয়েছে, পিতাপুত্র মিলে ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে তাদের আত্মীয় দুই তরুণীকে ধর্ষণ করেছেন। তবে ভুক্তভোগীদের নাম পরিচয় প্রকাশ করেনি তারা।
অভিযোগে বলা হয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়া অবস্থিত একটি চার্চের বেসমেন্টে এক তরুণীকে ২৪ ঘণ্টায় তিনবার ধর্ষণ করেছেন বাবা ফ্রান্সিস। তরুণীদের একজন অভিযোগ করেছেন, একবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন হাসপাতালের বিছানায়ও তাকে ধর্ষণ করেন ফ্রান্সিস।
গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয় ফ্রান্সিসকে। ছেলে নাথানিয়েলকে গ্রেফতার করা হয় ২১ অক্টোবর। পিতা-পুত্র উভয়ে এখন জেলে।

























