রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি নিয়ে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এই সেমিনারের উদ্বোধন করেন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে।
এসময় সেমিনারে নিরাপদ উন্নয়নের পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, ও ভারতসহ কমপক্ষে ১৬টি দেশের বিমান বাহিনীর কর্মকর্তারা অংশ নিয়েছেন এই সেমিনারে। আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে তিন দিনব্যাপী শুরু হওয়া এই আন্তর্জাতিক সেমিনারের।
Discussion about this post