গরুর চেয়ে নারীদের প্রতি বেশি যত্নবান হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন এক তরুণী। মিস কোহিমা নামের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের এক বক্তব্যে এই পরামর্শ দেন প্রতিযোগী ভিকুওনুয়ো সাচু। সম্প্রতি নাগাল্যান্ড রাজধানী কোহিমায় প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি।
এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, মোদির সঙ্গে কথা বলার সুযোগ পেলে তিনি তাকে কী বলতে চান? উত্তরে ১৮ বছরের ভিকুওনুয়ো সাচু বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত হই, তাহলে তাকে বলব, গরুর চেয়ে নারীদের প্রতি অধিক যত্নবান হোন।’ তার এমন উত্তর শুনে উপস্থিত দর্শকদের সবাই হেসে ওঠেন। খবর এনডিটিভির।
নাগাল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন ভিকুওনুয়ো সাচু। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ওই প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বের ভিডিও। টুইটারে ইতিমধ্যেই কয়েক লাখ বার দেখা হয়েছে সেটা।
গত এপ্রিলেই আসামে ৬৮ বছর বয়সী একজন মুসলমানকে গরুর মাংস বিক্রির সন্দেহে ব্যাপক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী গো-রক্ষকরা। শওকত আলী নামের ওই ব্যক্তিকে শূকরের মাংসও খাওয়ানো হয়। পরে পুলিশ জানায়, ব্যাপক মারধরের শিকার হওয়া ওই ব্যক্তির দোকানে আদতে কোনো গরুর মাংসই পাওয়া যায়নি।
২০১৪ সাল থেকে একটানা ক্ষমতায় থাকলেও চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো গরুর মাংস খাওয়াকে ইস্যু করে গণপিটুনি নিয়ে কথা বলেন মোদি। তিনি বলেন, এটা দুর্ভাগ্যের যে, কিছু মানুষ ওম বা গরু শব্দগুলো শুনলেই চমকে ওঠেন।
Discussion about this post