বুয়েটের আবরার হত্যার ঘটনায় সাংগঠনিক, আইনী, প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। এসময় আবরার হত্যার পর ছাত্রলীগের পদক্ষেপগুলো তুলে ধরা হয়। ভারপ্রাপ্ত সভাপতি বলেন, কিছু কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
জয় বলেন, এখন আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ থেকে অপরাধীদের বহিষ্কার করা হয়েছে। আবরার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে মাঠে আছেন তারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ছাত্রলীগ থেকে প্রশ্রয় দেয়া হয়নি।
তিনি দাবি জানান, পলাতক অভিযুক্তদের দ্রুত সময় গ্রেফতার করা হোক। এ জন্য ছাত্রলীগের সাহায্য লাগলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আবরার হত্যা মামলাটি দ্রুতবিচার আইনে নিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
এসময় আবরার হত্যার ঘটনায় প্রশাসনের ব্যবস্থায় ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
Discussion about this post