মালয়েশিয়ায় ৩ মাস ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি প্রবাসী সুমেল আহমদ। কাগজপত্র না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে হয়তো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এমনকি মালয়েশিয়া প্রবাসী বন্ধুরাও তার কোনো খোঁজ পাচ্ছেন না। এ অবস্থায় সুমেলের সন্ধান পেতে হাইকমিশন, গণমাধ্যম ও কমিউনিটির সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
সুমেলের পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০০৭ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সুমেল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামের দুদু মিয়ার ছেলে সুমেল। গত ১৯ জুন কুয়ালালামপুরের কুচাই লামা থেকে নিখোঁজ হন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হয় সুমেল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কারণ, তার পাসপোর্ট বা ভিসা কোনো ধরনের কাগজপত্র ছিল না ।
Discussion about this post