জাতীয় জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে, শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার পর জাতির উদ্দেশে ভাষণে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।’
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে ধারাবাহিকভাবে প্রতিভা বিকশিত করতে পারে, সেই জন্য নিয়মিত অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।’























