আসিফ আকবর মানেই নতুন কিছু। একের পর এক গানের ভিডিও প্রকাশ হয়ে চলেছে তার। এক একটি গানে নতুন নতুন লুকে নিজে তুলে ধরছেন তিনি। গায়কের পাশাপাশি ভিডিওতেও নায়কের ভূমিকাও পালন করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় বাংলা গানের যুবরাজের নতুন আরও একটি গানের ভিডিও প্রকাশ হতে যাচ্ছে।
নতুন এই গানটির নাম ‘পাশের বাড়ির সাবিনা’। গানটির কথা লিখেছেন এইচ এম রিপন আর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী । গানটির ভিডিও দেখা যাবে গোফওয়ালা আসিফকে। অনেকটা তামিল নায়কের মতো দেখাচ্ছে তাকে।
এই গানটির ভিডিওতে আরও মডেল হয়েছেন আসিফ ইমরোজ ,আসফিয়া অহি ,নাওমী খান । মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ । কোরিওগ্রাফিতে ছিলেন হাবীব।নতুন এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘শিকারী সমালোচকের চেয়ে বিনোদন প্রিয় দর্শক শ্রোতাই আমার বেশী পছন্দ। এই গানটি সেই রকমই বিনোদন প্রিয় দর্শক শ্রোতাদের অনেক বেশিই ভালো লাগবে।’আজকে শনিবার এসডিকে মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে গানটি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post