ক্লিপটোম্যানিয়া এক ধরণের চুরি রোগ। এ রোগে আক্রান্ত হলে শত চেষ্টা করেও কোনো ব্যক্তি চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। অথচ এ ইচ্ছার সঙ্গে তার ব্যক্তিগত বা আর্থিক লাভের কোনো সম্পর্ক নেই। আর এমনই আক্রন্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে বাস্তবে নয় একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নাটকটির নাম ‘দূরত্বের নাম অভিমান’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে সালিবা নূরের বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।নাটকের গল্পে দেখা যাবে, সাবিলা নূর চুরি রোগে আক্রান্ত। প্রায়ই সে ছোটখাটো জিনিস চুরি করে। যা নেহাতই অপ্রয়োজনীয়। কখনো কখনো চুরি করা জিনিস ব্যবহারও করে না, ফেলে দেয়। একদিন প্রসাধনী সামগ্রীর এক অভিজাত দোকানে সে হাতেনাতে ধরা পড়ে। এরপর ঘটনা গড়ায় থানা পর্যন্ত।
পুলিশের ওসি তার অভিককে পরামর্শ দেয় তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। এভাবে এগুতে থাকে নাটকটির গল্প।নাটকটিতে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, রিমি করিম, কিনা রহমান, মিলি মুন্সী, আসিফ নজরুল, বৈশাখী গৌরী, মোহনা প্রমুখ।নির্মাতা সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গাজী টিভিতে প্রচারিত হবে গ্রামীণফোন নিবেদিত বিশেষ নাটক ‘দূরত্বের নাম অভিমান’।
সেলিব্রেটিবিডি/ এইচআর0
Discussion about this post