হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন এখন মেয়ের মা। চার মাস আগে মা হয়েছেন তিনি। কিন্তু এত দিন কেউই তা বুঝতে পারেননি। তাই হঠাৎ জেসিকার মা হওয়ার খবরে বিস্মিত তাঁর ভক্তরা। জেসিকা মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। মেয়ের নাম গিউলিয়েত পাসি চ্যাস্টেইন।
গত বছরের জুনে জেসিকা চ্যাস্টেইন ফরাসি ব্যবসায়ী গিয়া লুকা পাসিকে বিয়ে করেন। বরাবরই এই অভিনেত্রী নিজের ব্যক্তিজীবনকে রেখেছেন আলোচনার বাইরে। তবে গত কয়েক মাসে বেশ কয়েকবার জেসিকাকে নবজাতক বহনের বিশেষ গাড়ির সঙ্গে এবং শিশু হাসপাতালের বাইরে দেখা গেছে। তাই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকর্মী ও পাপারাজ্জিদের কৌতূহল জেসিকাকে ঘিরে বাড়তে শুরু করে। দু–দুবার অস্কারে মনোনীত এই অভিনেত্রী যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের মা হওয়ার খবরটি প্রকাশ করেননি, তবে এ বিষয়ে মুখ খুলেছেন তাঁদের ঘনিষ্ঠজনেরা। জেসিকার মেয়ের ব্যাপারে এক ঘনিষ্ঠজন বলেন, সারোগেসির মাধ্যমে মা হয়েছেন জেসিকা। তাঁরা স্বামী–স্ত্রী নবজাতকের সঙ্গে খুব সুন্দর সময় কাটাচ্ছেন। সূত্র: এস শোবিজ।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post