বাংলাদেশের বস তিনি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মনে ঠাঁই করে নেয়া এক স্বপ্নের নায়কের নাম মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক শুধু মাঠেই নয়, জনপ্রিয়তা কুড়িয়েছেন বিজ্ঞাপনের মডেল হয়েও। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।
মঙ্গলবার রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে সেই বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেন এ ক্রিকেট তারকা। বিকাশের এ বিজ্ঞাপনে মাশরাফির সঙ্গে কাজ করেন মডেল ও অভিনেত্রী ফারিন। বিজ্ঞাপনটি নির্মাণ করেন আশফাক উজ জামান বিপুল। বিজ্ঞাপনটিতে মাশরাফির সঙ্গে জুটি হতে পেরে উচ্ছসিত ফারিন।ফারিন বলেন,‘মাশরাফি ভাইয়া খুবই ভালো একজন মানুষ। কাজের ক্ষেত্রে তিনি অনেক কো অপারেটিভ ছিলেন। পরিচালক খুব সুন্দরভাবে গুছিয়ে কাজটি করেছেন। দুই ক্যামেরাতে কাজ করায় গতকাল সন্ধ্যার মধ্যেই শুটিং শেষ হয়ে যায়। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা কাজ করেছি,আমার ভীষণ ভালো লেগেছে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সবগুলো চ্যানেলে একযোগে প্রচার করা হবে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post